আম নিয়ে আপনাদের সাথে কিছু কথা ।

বর্তমানে আমের সময় ।সবাই চায় ভাল আম খেতে ।কিন্তু বিভিন্ন প্রকার রাসায়নিক মিশ্রনের ফলে আমরা কেও  কোন ফল খেয়ে প্রশান্তি পাচ্ছি না ।খাবার আগে ও পরে বা খাবার সময় মনে হচ্ছে এই মনে হয় আমগুলিতে ফরমালিন মেশানো হয়েছে ।আসলে আম বা আম প্রক্রিয়াজাত সম্পর্কে আমরা কতটুকু জানি ।আমরা বেশির ভাগ ই মানুষ এ সব সম্পর্কে ভালভাবে জানি না ।মানুষ কাচা আম ই বিক্রি করছে এই আমগুলো কি পাকবে পাকবে না ।আবার সব সময় ই আমে বা বিভিন্ন ফলে ফরমালিন মেশানো হয় ।আমের বাস্তবতা যে কি কাছে থেকে না দেখলে বুঝানো যাবে না । এর মাঝেই আপনাকে বিশ্বস্থ  কাওকে খুজে নিতে হবে । আর আপনি যে আম খান আপনাকে ভাবতে হবে এই গুলতে কোন ফরমালিন বা ঔষধ নাই ।তাহলে দুইটা লাভ ।মানসিক প্রশান্তি ।আপনি মনে মনে যেটা ভাবেন সেটা আপনার মস্তিস্ক তে শক্তিশালী হয় ।এতে আপনার উপর খারাপ প্রভাব তৈরি হয় ।সুতরাং কোন ভাবনা চিন্তা ছারাই খাবেন ।


আসলে কাচামাল সরবরাহ করা অনেক কঠিন কিন্তু যদি সামান্য সমস্যা হয় আপনারা মন খারাপ করেন ।কোন মানুষের পক্ষেই সম্ভব না একেবারে নিখুত আম আপনার বাসায় পৌছে দেওয়া ।কারন একজন মানুষ সব কাজ করে না ।

দেখুন পরিবহন সমস্যা ।সাধারনত কুরিয়ার সার্ভিস টাই বেশি ব্যবহার করা হয় ।দেখুন আমারা ২৪ ঘণ্টাই খবর নিই তারপরো একটু ঝামেলা হলেই আপনারা বিশ্বাস হারাতে থাকেন ।


আমে কোন প্রকার সমস্যা হলে ভাবেন আমরা খারাপ টা দিছি ।কিন্তু তাই কি ।বাস্তবতা অনেক ভিন্ন ।আপনারা নিজেও আম কিনতে আসেন দেখুন কি অবস্থা হয় ।কতটুকু কষ্ট ।আপনারা বাগান থেকে আম চান কিন্তু বাজারে যে দাম তার চেয়ে বেশি টাকা দিতে চান না ।আসলে সেরাটাই চান কিন্তু দাম সমান ।কিভাবে হয় বলেন ।

দয়া করে কেও কিছু মনে করবেন না ।এগুলো বললাম আমাদের উপর আপনাদের যে ভুল ধারনা আছে সেগুলো ভেঙ্গে দেয়ার জন্য ।আসলে আমরা কাওকে কস্ট দিতে চাই না আবার কষ্ট পেতেও চাই না ।

ভাল থাকবেন সবাই ।আর ভবিষ্যতে যেন আপনাদের পাসে থাকতে পারি সেজন্য দোয়া করবেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ