আসলে গুটি আম নাম টি সুনলেই কেমন যেন মনে হয় ।এটা আবার কি আম ।আসলে এই আমের তেমন কনো বিশেষ জাত নেই ।এই আমগুলো সবার আগে পাকে বা খাওয়ার উপযুক্ত হয় ।এই আম গুলো বিভিন্ন জাতের তাই একই আম খুব বেশি পরিমান পাওয়া যায় না। এই আম গুলো সাধারনত বীজ থেকে হয় ।আর বীজের পরাগায়ন হয় বিভিন্ন ভাবে তাই আম ও বিভিন্ন রকম ।
এই আমগুলো টক মিষ্টি সবরকম ই হয় । আমের বীজ বা আটি গুলো একটু বড় হয় ।তবে এই আম গুলো আচারের জন্য খুব উপযোগী ।
এই আমগুলোতে আঁশ থাকে যেগুলো দাঁতের মদ্ধে ঢুকে যায় ।অনেক আমে কষ থাকে যার কারনে খেলে মুখ চুলকায় ।তবে সবগুলোতে না ।কিছু আম আছে যেগুলো ব্র্যান্ডের আম ফেল ।
আপনারা কৃষি ফুড ডট কমের সাথেই থাকুন ।
ফরমালিন মুক্ত সকল ফল কুরিয়ার সারভিস সহ আপনাদের চাহিদা অনুসারে বিভিন্ন পরিবহনের মাধ্যমে পৌছানো হবে ।

0 মন্তব্যসমূহ