খামারের পরিবেশ কেমন হবে?

hen

 মানুষ তার নিজের প্রয়োজনেই পশু পাখি পালন করে থাকে। এই পশু পাখি পালনকে গবেষকরা আরো উন্নত করার জন‍্য নতুন নতুন পদ্ধতিআবিষ্কার করছেন। তারই আলোকে আজকের লেখা খামারের পরিবেশ কেমন হবে।  যেখানে খামার করবেন সে জায়গাটা অবশ‍্যই খোলামেলা বা আলোবাতাস সহজে চলাচল করতে এমন হতে হবে। খামার খোলামেলা পরিবেশে হলে রোগব‍্যাধি কম হয়। কিন্তু আমাদের দেশের মানুষ গরীব হওয়ায় বেশির ভাগ খামার ই সঠিক ভাবে করা হয়না। এতে খামার বেশি বেশি রোগব‍্যাধিতে আক্রান্ত হয় এবং খামারিরা যে টাকা লাভ করত তা লস হয়ে যায়। যাইহোক আমরা যতটুকু সম্ভব ভাল পরিবেশে খামার করার চেষ্টা করব। খামারে আলো বাতাস লাগার জন‍্য তারের নেট ব‍্যাবহার করা যেতে পারে। খামার সবসময় শুকনো ও পরিস্কার - পরিছন্ন রাখতে হবে। পোল্ট্রী ফার্ম কোনভাবেই যেন ভেজা ও স‍‍্যাঁতস‍্যাঁতে না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। ঠিক মানুষ যে পরিবেশে আরামদায়ক অনুভুতি অনুভব করে তেমনি যেকোন প্রানিই এরকম। আপনি খামার করেছেন লাভের আশায়। কিন্তু আপনি খামারের যত্ন না করলে খামারের কিন্তু কোন লস নাই। লস হবে আপনার। তাই আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব ভাল জায়গাতে খামার করতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ