আম পাড়ার সঠিক সময় প্রশাসন যতই বেঁধে দিক আসলে সেই সময়ে বেশির ভাগ আম ই পরিপক্ব হয় না। আম পরিপক্ব হয় সাধারণত গাছ ও মাটির অবস্থাভেদে। তবে তা আবহাওয়ার উপরও নির্ভর করে। তাই আগাম জাতের আমগুলো এক গাছের আম পেকেছে দেখে অন্য গাছের আম পেড়ে ফেলা বা একই রকম দেখতে এরকম এক গাছের পাকা আম দেখিয়ে অন্য গাছের আম বিক্রি করা ঠিক নয়। এগুলো ভোক্তাধিকারের সম্পূর্ন বিরোধী। এর জন্য ভোক্তাকে অবশ্য ই বিশ্বস্ত ব্যাবসায়ীর সাথে যোগাযোগ রাখতে হবে। আম সবসময় পরে ক্রয় করতে হবে। গোপালভোগ আম সবার আগে শেষ হয়ে যায়। কারন প্রথমদিকে একটু ভাল দাম পেলে গাছে দুই একটা পাকলেই মানুষ সব আম বিক্রি করে দেয়। কিন্তু দুই একটা আম পাকলেই ত সব আম পাকবে না। তাই ক্রেতারা যদি প্রথম দিকে আম না কিনে,তাহলে কিন্তু আমের দাম বাড়বে না। এতে করে গৃহস্থ বা আম ব্যাবসায়ীরা দাম কম থাকার কারনে কিন্তু অপরিপক্ক আম পেড়ে বাজারে আনবেনা। তবে আষাঢ় মাসের শেষের দিকে আম কেনা নিরাপদ। এসময় সব আম ই পেকে যায়। আপনারা কখন আম কিনবেন তা আগাম জানানো গেলেও অনেক সময় সঠিক হচ্ছে না। তবে প্রশাসন যে সময়সীমা বেধে দেয় তার কম পক্ষে ১৫ দিন পর আম ক্রয় করবেন। আর যে আম কিনতে চান সে আম শেষ হয়ে যাচ্ছে কিনা সে ব্যাপারে জানতে বিশ্বস্ত মানুষের সাথে যোগাযোগ রাখুন। আপনারা এককরকমের আম একবার ই কেনার চেষ্টা করবেন। এবং তা শেষ সময়ে। আপনারা কখন কোন আম কিনবেন সে বিষয়ে জানার জন্য চোখ রাখতে পরেন Woonova agro তে।
সবার জন্য শুভকামনা

0 মন্তব্যসমূহ